প্রতিটি ছাত্র-ছাত্রীকে বাসিক বার্ষিক ৫০ হাজার টাকা পাবেপ্রতিটি ছাত্র-ছাত্রীকে বাসিক বার্ষিক ৫০ হাজার টাকা পাবে

প্রতিটি ছাত্র-ছাত্রীকে বাসিক বার্ষিক ৫০ হাজার টাকা পাবে

প্রতিটি ছাত্র-ছাত্রীকে বাসিক বার্ষিক ৫০ হাজার টাকা পাবে
প্রতিটি ছাত্র-ছাত্রীকে বাসিক বার্ষিক ৫০ হাজার টাকা পাবে

প্রতিটি ছাত্র-ছাত্রীর এখন একটা সুবর্ণ সুযোগ যেখানে প্রতিবার্ষিক তারা কিন্তু সহজেই পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে 

টাটা স্টিল সিলভার জুবিলী স্কলারশিপ ২০২৫ : প্রতিটি ছাত্র-ছাত্রীকে বাসিক বার্ষিক ৫০ হাজার টাকা দেওয়া হবে টাটা স্টিল কোম্পানির পক্ষ থেকে, এই স্কলারশিপের আবেদন করার জন্য যে যে নথিপত্র গুলি লাগবে তা পুরো ডিটেলসে নিম্নে দেওয়া হল  

 

২০২৫ সালে অর্থাৎ আগামী বছর সকল ছাত্র-ছাত্রীদের জন্য এটি একটি উচ্চ মানের স্কলারশিপ যা ভারতীয় টাটা কোম্পানির পক্ষ থেকে পিছিয়ে পড়া দরিদ্র ছাত্র-ছাত্রীদের অতি প্রয়োজন  উচ্চশিক্ষার ইচ্ছা থাকলেও অর্থের অভাবে জন্য পিছিয়ে থাকে গ্রাম-গঞ্জের উচ্চ মেধাবী ছাত্র-ছাত্রীরা। সে কথাই ভেবে টাটা গ্রুপ এই সুবর্ণ সুযোগ প্রতিটি ছাত্রর জন্য নিয়ে হাজির হয়েছে। যাতে কোন ছাত্র-ছাত্রী আর্থিক সহযোগিতার দোহাই দিয়ে বিশেষ করে শিক্ষার দিক থেকে যেন পিছিয়ে না থাকে । ইচ্ছা থাকলেও তা ।এর পক্ষ থেকে এবার সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তার জন্য এই মেধাবৃত্তি প্রকল্পটি নিয়ে আসা হয়েছে। 

 

এই স্কলারশিপটি অফার করা হয়েছে ডাটা স্টিল জুবলিস স্কলারশিপ প্রোগ্রাম থেকে 

 

প্রয়োজনীয় যোগ্যতা – 

 

১) টাটা স্টিল কোম্পানির এই মেধাবৃত্তি প্রকল্পে করার জন্য আবেদনকারীকে অবশ্যই কলকাতা ,জামশেদপুর ,পাটনগর ,ফরিদাবাদ, কলিঙ্গ নগর ,পুনে ,চেন্নাই ,জয়পুর ইত্যাদি শহরের বাসিন্দা হতে হবে ‌।

 

২) আবেদনকারী ছাত্র ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় 5 লক্ষ টাকার কম হতে হবে ।

 

৩) আবেদনকারীকে ITI বা ডিপ্লোমা কোর্সের যে কোন বর্ষের ছাত্র-ছাত্রী হতে হবে।

 

৪) আবেদনকারী ছাত্র-ছাত্রীকে মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বার পেয়ে থাকতে হবে।

 

প্রকল্পের বিবরণ ও সুবিধা – 

 

 এই প্রকল্পটি সকল ছাত্র-ছাত্রীরা সুবিধা ভোগ করতে পারবে বিশেষ করে যে সকল ছাত্র-ছাত্রী গরিব ও মেধাবী তাদের কথা মাথায় রেখে এই স্কলারশিপ টি নিয়ে আসা হয়েছে অর্থের জন্য পিছিয়ে না থাকার জন্য এই সকল ছাত্র-ছাত্রীদের জন্য অর্থের হাত বাড়িয়ে দিয়েছে সজনী তারা যেন বার্ষিক ৫০ হাজার টাকা মেধা বৃত্তি পেয়ে যাবেন প্রতিটি যোগ্য মেধাবী আবেদনকারী ছাত্র-ছাত্রী ।

 

আবেদন পদ্ধতি-

 

কোম্পানির বিভিন্ন শর্তাবলী মেনে এটি সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে ।

 

১) এই মেধাবৃত্তি আর আবেদনের জন্য Buddy4study তে নিজেদের নাম নথিভুক্ত করে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে ‌।

 

২) Google এগিয়ে Buddy4study ওয়েবসাইটটিতে নতুন একাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর ওই অ্যাকাউন্টটি তে সাইন ইন করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে 

 

৩) এরপরে আবেদন পত্রটি সম্পূর্ণ সঠিক বিবরণ দিয়ে পূরণ করে নিতে হবে।

 

৪) প্রয়োজনীয় নাতিপত্র গুলি প্রত্যেকটি ডকুমেন্ট সঠিক নিয়মে অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড কর করার পর ফাইনাল সাবমিট করতে হবে ।

 

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র-

 

১) আবেদনকারীর মাধ্যমিক পরীক্ষার মার্কশীট এবং সার্টিফিকেট। 

২) কারীর বয়সের প্রমাণপত্র ।

৩) আবেদনকারী ঠিকানার প্রমাণপত্র ।

৪) আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয়ের শংসাপত্র ।

৫) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি। 

৬) আবেদনকারীর ব্যাংকের যাবতীয় তথ্য।

 

                                                                                                                     ***

 এই মেধা বৃত্তি প্রকল্পে মেধার পাশাপাশি যে সকল ছাত্রছাত্রীরা সমাজের পিছিয়ে থাকা ও শারীরিকভাবে অক্ষম ও তপস্থলে জাতি সম্প্রদায়ের বিশেষভাবে অগ্রাধিকার পাবে ।

 

Official Notification

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *