মাধ্যমিক পাশে কৃষি দপ্তরের কর্মী নিয়োগ চলছে

মাধ্যমিক পাশে কৃষি দপ্তরের কর্মী নিয়োগ চলছে

বর্তমান যুগের অধিক মাত্রা বেকারত্ব যুবকদের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। রাজ্য তথা পশ্চিমবঙ্গের কৃষি ও কৃষি উন্নয়ন দপ্তর থেকে জানানো হয়েছে একাধিক কর্মখালীর কথা । এই পদটির জন্য আবেদন করতে হলে যেকোনো সরকারের সংস্থা থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পাস হতে হবে ভারতবর্ষ যেকোনো জায়গা থেকেই এই পদের জন্য আবেদন করতে পারবে এটি সম্পূর্ণ অফলাইন প্রক্রিয়া এই প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করতে হবে তা বিস্তারিতভাবে নিম্নে আলোচনা করা রইল।

 

Department of agriculture

 

এই পদের জন্য বিস্তারিতভাবে কৃষিক উন্নয়ন মন্ত্রণালয় বিশেষভাবে তার অফিসিয়াল নোটিশে  জানানো হয়েছে। এই পদের টোটাল কত কর্মী নিয়োগ হবে এখানে বয়সে সময়সীমা কত হবে এবং এখানে বেতন কত হবে তাছাড়াও আবেদন পদ্ধতি কি হবে সমস্ত কিছু তারা অফিশিয়াল নোটিফিকেশনে কিন্তু জানিয়ে দিয়েছেন। তাই যারা এই পদটির জন্য আবেদন করতে ইচ্ছুক তারা সম্পূর্ণ নিচে দেওয়া বিস্তারিত তথ্য ভালো করে দেখে নিন।

 

পদের নাম –

স্টাফ কার ড্রাইভার 

 

মোট শূন্যপদ-

এই পদ্ধতিতে একাধি শূন্যপদ রয়েছে

 

শিক্ষাগত যোগ্যতা –

   এই পদে আবেদন করতে হলে এখানে নূন্যতম যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস ও তার বেশি 

 

বয়সের সময়সীমা –

   এই পদের জন্য নূন্যতম বয়স কত হবে ১৮ বছর এবং সর্বাধিক বয়স হতে হবে ৫৬ বছর এবং এছাড়াও তপশিলি জাতিদের জন্য কিছু ছাড় রয়েছে 

 

আবেদন পদ্ধতি –

  এই পদটির জন্য আবেদন করতে হলে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইনে করতে হবে 

 

আবেদনের শেষ সময়সীমা –

    এই পদের জন্য সর্বশেষ তারিখ ধার্য করা হয়েছে 26 শে ফেব্রুয়ারি 2025 সাল 

 

প্রয়োজনীয় ডকুমেন্ট —

এই পদটির জন্য যে যে ছাত্র-ছাত্রী আবেদন করতে ইচ্ছুক তাদের যে সকল নথিগুলো লাগবে তা নিম্নে উল্লেখ করা হলো 

  1.আবেদনকারীর সর্বপ্রথম যেটি লাগবে তা হল জন্মগত প্রমাণপত্র তথা জন্ম সার্টিফিকেট 

2.মাধ্যমিক পাস বা অন্যান্য সার্টিফিকেট 

3.পরিচয় পত্র হিসাবে, ভোটার কার্ড কিংবা আধার কার্ড 

4.ওবিসি থাকলে তা কপি 

5.বর্তমানে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি

6.আবেদনকারীর বৈধ একটি গাড়ি চালার লাইসেন্স থাকতে হবে

 

উপরে তো সমস্ত ডকুমেন্টস কে একটি খামে ভরে নোটিফিকেশনে দেওয়া নিম্নলিখিত ঠিকানাতে ২৬ শে ফেব্রুয়ারি 2025 তারিখের আগে আগে কিন্তু পাঠিয়ে দিতে হবে

 

অফিসের ওয়েবসাইট 

অফিসিয়াল নোটিফিকেশন