বাংলার আবাস যোজনার টাকা দিল রাজ্য সরকার
বহুদিন যাবত ইন্দিরা বাসের টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে না আসায় রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন আমরা নিজে থেকেই দেব। সে কথা এতদিন বাস্তবায়নের রূপ নিতে চলেছে । রাজ্য সরকার এক সাক্ষাৎকারে নবান্ন থেকে ১৭ ডিসেম্বর মঙ্গলবার একটি মিডিয়া সভায় একথা প্রকাশ করেন। তিনি ঘোষণা করেন যে প্রায় ১২ লক্ষ পরিবারের হাতে তুলে দিবেন তার এই বাংলা আবাস যোজনা টাকা।
ছাড়াও তিনি সেদিন আরেকটি কথা তুলে ধরেছিলেন যে এই বাংলা আবাস যোজনা থেকে যে পরিবার গুলি নাম বিচ্ছিন্ন আছে বা কোনো কারণে তাদের নাম যুক্ত হয়নি তারা এই সুযোগটি পরের বারো পাবে। অর্থাৎ প্রায় ১৬ লক্ষ নতুন ফ্যামিলি বা পরিবারকে তারা এই প্রকল্পের সুযোগ করে দেবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে যেন বাংলার পরিবার পিছিয়ে না থাকে বা সেখান থেকে বঞ্চিত না হয়ে থাকে তাই তিনি রাজ্য সরকার এর তরফ থেকেই প্রতিটি লিস্ট অনুযায়ী যাদের নাম রয়েছে তাদেরকে সেই টাকা দেওয়ার ঘোষণা করেছেন।
এই প্রকল্পের চলতি মাসের অর্থাৎ ডিসেম্বরের ১৭ তারিখ থেকে তিনি আমাদের এই পোস্টটি জেলার সমস্ত পরিবারকে অর্থাৎ ১২ লক্ষ পরিবারকে টাকা বিতরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
এই বাংলার আবাস যোজনায় যে মোট অর্থ বরাদ্দ করা হয়েছে তা প্রায় ১৪৭৭৩ কোটি টাকা।
এই টাকা কোন এজেন্সির মাধ্যমে বা কোন ভিডিও বা কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান বা মেম্বারের হাত দিয়ে পৌঁছাবে না পৌছবে শুধু সরাসরি ওই ফ্যামিলির অ্যাকাউন্ট বইয়ে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন সেই দিন আর বেশি না যেখানে এক গ্রামে কিছু পাকা বাড়ি ও কিছু কাঁচা বাড়ি থাকবে তাদের এই প্রকল্পের মাধ্যমে সকল মানুষের একই রকম পাকার ঘরে থাকার আহ্বান জানিয়েছে।
এর মধ্যে কোন বাংলার কোন পরিবার যদি এই প্রকল্পের সম্বন্ধে কোন অভিযোগ জানাতে চাই তাহলে তারা স্থানীয় বিডিও অফিসে বা এসডিও অফিসে তারা নির্দ্বিধায় নির্বিশেষে অভিযোগ জানাতে পারে।
প্রতিটি বাংলা আবাস যোজনার লিস্ট আপনারা কিভাবে ঘরে বসে দেখতে পারবেন তার জন্য আমরা নিচে বিস্তারিতভাবে আলোচনা করেছি
আপনারা জেলাভিত্তিক সেই লিস্ট গুলি নিচে দেয়া রইল
আপনার সুবিধার্থে আমরা জেলাভিত্তিক বাংলা আবাস যোজনার তালিকা গুলি দেওয়া রইল
১. আলিপুর দুয়ার- আলিপুরদুয়ার জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
২. বাঁকুড়া – বাঁকুড়া জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
৩. বীরভূম-বীরভূম জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
৪. কোচবিহার-কোচবিহার জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
৫. দক্ষিণ দিনাজপুর- দক্ষিণ দিনাজপুর জেলার বাংলার আবাস যোজনা লিস্ট
৬. দার্জিলিং- দার্জিলিং জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
৭. হুগলি- হুগলি জেলার বাংলার আবাস যোজনা লিস্ট
৮. হাওড়া- হাওড়া জেলা বাংলা আবাস যোজনা লিস্ট
৯. জলপাইগুড়ি- জলপাইগুড়ি জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
১০. ঝাড়গ্রাম- ঝাড়গ্রাম জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
১১. কালিম্পং- কালিম্পং জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
১২. কলকাতা- কলকাতা জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
১৩. মালদা – মালদা জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
১৪. মুর্শিদাবাদ- মুর্শিদাবাদ জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
১৫. নদীয়া – নদীয়া জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
১৬. উত্তর ২৪ পরগনা- উত্তর ২৪ পরগনা জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
১৭. পশ্চিম বর্ধমান – পশ্চিম বর্ধমান জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
১৮. পশ্চিম মেদিনীপুর – পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
১৯. পূর্ব বর্ধমান – পূর্ব বর্ধমান জেলার- বাংলা আবাস যোজনা লিস্ট
২০. পূর্ব মেদিনীপুর – পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
২১. পুরুলিয়া- পুরুলিয়া জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
২২. দক্ষিণ ২৪ পরগনা – দক্ষিণ ২৪ পরগনা জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
২৩. উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
[…] […]